থাবা
সমুদ্রের থাবা থেকে ফিরে আসি
ইন্তেজারের আঙুল
অপেক্ষার জল
ভরাডুবিতে গ্রাস করবো বলে
উপোষ রাখি এক বেলা প্রবন্ধ
দুই বেলার উপন্যাস
তারপর পালিয়ে বেড়াই
পালিয়ে কোথায় বা যাবো
নদীর মুখ খুলে দিয়ে
বিয়েতরীর আঁচল গুছিয়ে
উন্মত্ত প্রেমিকের মত
দু'বাহু ভালবেসেও
লাভ কিছু হোলো না
বরং দর্পণের দৃষ্টিখানি
টক ঝাল আর লবনমেরুর সমস্ত সবুজ
মৃদুঘুঘুর পাখিমহল
সমুদ্রফেরত তারাও আমার মত
বহুকাল বেঁচে রইল সস্তারঙের
গাছাগল্প আর চিত্রশিল্পীর রেটিনায়
Tags:
কবিতা