Homeকবিতা সুকান্ত চক্রবর্তী Saturday, December 19, 2015 2 min read 0 পরিযায়ী ঠিকানা খুঁজে পাওয়া আর না পাওয়ার মাঝে ভেসে থাকে দুটি ডানা -- ইছামতী ? তুমি কি কখনও ঠিকানা খুঁজে পেয়েছ ? আমি পাই নি! আমার সমস্ত আকাশ জুড়ে ভেসে থাকে পরিযায়ী ডানা নীচে বয়ে চলে সময় , সৃষ্টি , সভ্যতা ইছামতী বল ? আমাদের কি কোন ঠিকানা হয় ? Tags: কবিতা 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share