দ্বিচারী
এই যে কখনও দূরে যাওয়া থাকে , কখনও বা খুব কাছে আসা ....
অনুরাগ-অভিমান বা প্রেম-অপ্রেম
সবই ঠিক কতটা , তা নিয়ে উভয়েরই বহু সংশয়
যেতে চাইলে জোর করে ধরে রাখতে পারি না
বার বার মন বলে ওঠে ,
"যাই করো , বাধা দেবো কোন অধিকারে ?"
সীমানা পেরিয়ে ওপারে দাঁড়াও
পিছু ফিরে বলো , "অধিকার আছে নিশ্চয়ই ।
এভাবেই অলস দিনগুলো নিজের নিয়মে কাটে ।
আমি হাসিমুখে পানে ঠোঁট রাঙাই ,
চাবির গোছা কোমরে গুঁজে গিন্নিপনা করি ,
পাঁচ বাড়ির বৌ-ঝিয়ারি মিলে , ইস্কাবনের বিবির মুন্ডপাত করি
দুপুর থেকে বিকেল
ওদিকে ছাদে ,
আচারের বোয়েমে চুরি ...
কাক এসে বড়ি খেয়ে যায় !
চৌকাঠের এ প্রান্তে অবাধ আনাগোনার অনুমতি
আর দুয়ারের বাইরে ত্রেতাযুগ থেকে আঁকা
অদৃশ্য লক্ষ্মণেরেখা ।
এই গন্ডি পেরোনো কি এমন কঠিন আমার কাছে?
চাইলেই পারি !
আমি তো জানকী ছিলাম না কোনোকালেই
কিন্তু ...
তুমি যে আজও রাবণ হয়ে উঠতে পারো নি !
Tags:
কবিতা