পরিযায়ী সময়ের সাথে
একদিন রক্তিম সন্ধ্যায়
পরিযায়ী মুহূর্তের স্পর্শে নিভে গিয়েছিল যে আগুন
ধ্বংসাবশেষ বলতে তার কিছুই ছিল না ।
.
হয়তো ভাবনারা ভেবেছিল , ছাইটুকু স্পর্শে থাকবে
কিন্তু ভ্রান্ত ভাবনা
জানে না ,
ছাইটকুও পরিযায়ী
চিরস্থায়ী নয় কিছুই তবুও যেন সে চিরস্থায়ী ।
.
নাবিতে এসেছিল যেন বসন্তের হাওয়া ------
তবুও ছুঁয়ে ছড়িয়েছিল প্রভাতী আভা ------
.
জ্যোৎস্নার আলোয় মাধবীরাতে সাগর তীরে
ডেকেছিলাম তাকে , ' প্রত্যুপ-কারী ' ,
সেই রাতে দেখেছিলাম তার মুখে মলিন হাসি ।
.
দু;খের স্রোতে ভেসে আসা তার উদাস মন
দু-হাত বাড়িয়ে বলেছিল ,
সাগরতীরে হারাবার কথা ---
.
বোঝেনি 'প্রত্যুপ-কারী '
যুগ-যুগান্ত ধরে তারই প্রতীক্ষায়
সাগরের মাঝে আমি বসতি গড়েছি --
.
অনন্তকালের প্রতিক্ষার পর আজ আবার
রক্তিম সন্ধ্যায় তাকে সাগরতীরে দেখেছি ।
Tags:
কবিতা