শাঁওলি দে

shaunli






ফেরা . . .


               


(১)

ভাবছি একদিন ফিরেই আসব।
এই যে এত ছায়াপথ ছুঁয়ে  থাকা,
এই যে নীরব অশ্রুপাত,
সবই কি বিফলে যায়?
তোকে সেভাবে মনেই পড়ে না।
তবু ফিরতেই হবে . . .
সূর্যাস্ত আমার ভালো লাগে না।

(২)

রাতের গা বেয়ে নেমে আসছে
ধ্রুবতারা. . .
হারানো সুর,হারানো পথ
সেই একই আঁকাবাঁকা বাঁক
সব তো থমকে গেছে।
তোর কাছে কিচ্ছু পাওয়ার নেই
শুধু ফেরার পথ পালটে গেছে বহুদিন।



Previous Post Next Post