শান্তনু দাশ

shantanu




ক্ষণস্থায়ী




দুচোখে নেমে আসে হৈমন্তিক রাত
পরিযায়ী ডাক গোপন ঠিকানায়
আমি শুনতে পাই নদীর শব্দ৷
তুমি চুল মেলে দিলে
যেভাবে বাতাস উড়ে আসে পালকে,
তেমনি কোনো তেপান্তরের মাঠে
একা একা প্রতীক্ষা করেন ঈশ্বর ৷
একটা একটা করে পাতা ঝরে পড়ে
তার পায়ে,
সকালের আয়নায় ঘুমভাঙা তুমি
যাকে দেখো
আমি তাকে খুঁজে পাই দিগন্তে আর ঢেউয়ে
পর্ণমোচী বসন্তে সে বয়ে চলে, ঠিকানাহীন
অথচ দেখো যখন শুধু দুজন
যখন পাশাপাশি অন্ধকারে,
আলোকবর্ষ পথ এক বিছানায় !
আমাদের দিক ভুল হয়
থেমে যায় সব ঢেউ !
আর ভেসে যাই আমি সুদূরে,
শুধু আরো একবার তোমাকে খুঁজে পাব বলে !
           
'পরিচিতা' কে


   
পরিচিতা, কিভাবে মেলে দাও তোমার নিসর্গ !
মেঘেদের ডাকনাম ভেসে যায় জানালার ওপারে,
উদাসী পৃষ্ঠা উড়ে যায় দখীন হাওয়ায়
ওরা বুঝি জানে তোমার ঠিকানা !
ঘুমন্ত শিয়রে রেখে যায় বুঝি চুম্বন !
নদীর এপারে পর্ণমোচী বিকেল
কার্নিশে নেমে আসে গোধূলী
এমনি অলীক বিকেলে তোমার সুঘ্রাণ বয়ে আনে
পরিযায়ী পাখির দল,
রোজনামচার দিনযাপন শেষে বাড়ি ফিরে আসি ৷
আর প্রতি রাতে আমার পুর্নজন্ম
তোমাকে আরো একবার বলে ওঠে-
'পরিচিতা, আমি তোমাকে ঘৃণা করি'

Previous Post Next Post