ঋষি

senjit




আর কতদিন




কতটা উড়তে পারিস তুই
ঠিক কতটা পথ পালিয়ে গেলে তুই বেঁচে যাবি।
জীবন খুঁজছে
প্রশ্ন নির্ভর সারথির চাকা আজ মাটির তলায়।
সামনে দাঁড়ানো সময়ের হাতে  মৃত্যুবান
হা কর্ণ তোমার মৃত্যু শোক।

শোক ,শোক ,শোক
হায়  অশোক।
তোমার দয়া নদীর লাল জলে চান করে সময়ের মহাকাল নৃত্য
ছিটকে পরছে রক্ত ,ছিটকে পরছে জীবন।
সবুজ পেলবতার শুকিয়ে যাওয়া শুকনো পাতা
উড়ে আসছে হিমালয়ের গলতে থাকা তৃষ্ণায়।
নেমে আসছে অজস্র অন্ধকার
কাকে বলি ,কাকে আটকায়
কাকে ধরি ,মৃত্যু এখানে সহজ।
তার নরম মাটিতে পা দিয়ে খুব শান্ত বেড়াল
হেঁটে আসছে।
আর কিছুদিন অপেক্ষা
তারপর মুহূর্ত জুড়ে প্রলয়ের ডুগডুগি  মহাকালের।

কতটা উড়তে পারিস তুই
আর কতদিন হামাগুড়ি দিয়ে বেড়িয়ে আসতে পারবি  ডিম ভেঙ্গে।
একটা গোটা বিশ্বের পালানোর দরজায় দাঁড়িয়ে
আর কত আগলাতে পারবো তোকে।
পরম স্নেহে কোলে  তুলে নিয়ে বলতে পারবো
নে শান্তি তোকে দিলাম ,তোর মুঠিতে।


Previous Post Next Post