Homeছড়া রিয়া চক্রবর্তী Saturday, December 19, 2015 2 min read 0 ইচ্ছে আমার ইচ্ছে মাঝে মাঝে ইচ্ছে করে বৃষ্টি হয়ে ঝরে পড়ি সবুজ ঘাসে। হলদে পাখির ডানায় চড়ে ছুঁয়ে আসি বনপলাশী এক নিমেষে। ফাল্গুনী এই অবুঝ বেলায় গান গেয়ে যায় একলা চাতক মন উদাসী। শুকনো পাতা ঝরার বেলায় হেসে বলে গাছকে ডেকে এবার আসি। Tags: ছড়া 4.94 / 169 rates Facebook Tweet CopyLink Copied Share