রিংকু কর্মকার চৌধুরী

rinku







ইন্টেলেকচুয়াল ফুল




কবি হতে গিয়ে যা কিছু স্তব স্তুতি জমানো  ছিল
তা সব ভ্রান্ত, ভুল ঠিকানার মত
ডায়েরীর পাতা থেকে হারিয়ে গেছে।
সংবেদনশীল মন, ভাবনার জগত কুয়াশাচ্ছন্ন পৃথিবীর মত
একস্রোতে ভাসমান।
সাঁতরে যাচ্ছি অনির্দিষ্টকাল।

আর লেখা আসেনা, এখন শুধুই
না দের ভিড়।
পাতার উপর মিথ্যে আঁকিবুকি
কাগজ কলম আর বিষণ্ণতার মাঝে
শুধুই বহমান জীবনচরিত।



আমাকে ভালোবাসিস?





তুই আমাকে ভালোবাসিস
সে সমস্ত অবৈজ্ঞানিক সমীকরণের মত?
যা বদলে দিতে পারে আসা যাওয়ার  ঋতু

অভিমান গলে পড়া গালে তীব্র
অসুখের মত আটকে থাকা
দৃষ্টিপাত
যা মনে করিয়ে দেয় তোকে, ভাবি
কোথাও একটা কবিতার জন্ম হলো বুঝি।

তুই আমাকে ভালোবাসিস?
কিম্বা বাসিস না। যাই হোক , আপেক্ষিক  আদ্রতা এখনো
তোর চশমার কাঁচে লেগে থাকা
ঝাপসা জলেই থাকে।

আমি শুধু দিন গুনি সর্বস্বান্ত হওয়ার উদ্দেশ্য
কিম্বা কোন বেপথু নদী
সারাদিন ঘর খুঁজে মরি
পাথুরে খাঁজে।

তুই আমাকে ভালোবাসিস?
আহ্নিক গতির শেষ  প্রহরের মত
ছেঁড়া কবিতার পাতার মত
ফেলে যাওয়া ধুলোপথের মত
আসন্ন বৃষ্টিপাতের মত
ভুলে যাওয়া আদরের মত।

তুই আমাকে ভালোবাসিস।



Previous Post Next Post