পৃথা রায় চৌধুরী

preetha





স্বভাবসিদ্ধ 




ক্রমাগত দেওয়াল তুলে তুলে ভুলে গেছি,
অন্যায় পাপ ক্রূরতার ক্রমিক সংখ্যা;
ইচ্ছে অনিচ্ছের অপর প্রান্তে শুধু
হুকুম ভেসে আসে, আটক করো
একান্ত কর্তব্য, মারণচক্ষু আড়াল।

তুমুল ঝড়ের রাতে ভাঙ্গা কাঁচের আলোয়
পথ হাঁটলে, আগুন আগুন কিছু অন্ধকার
ছায়া নামের সঙ্গী হয়,
কিছু দয়া, কিছু অবহেলায়।

খুঁজতে গিয়ে দেখি,
আমার কাঁচা মাটির ঘর ধুয়ে যাচ্ছে
লক্ষ দরজা সমেত,
আগল খোলার অবকাশ নেই।

একটা দুটো করে
অগুনতি প্যারাসিটামল রাত
সিঁড়িভাঙ্গার অঙ্ক কষতে বসে,
মুহূর্তে ইচ্ছামৃত্যুর দাবিতে
একটি বিলাসী তারা খসে পড়ে।

অভ্যেসবশে পরিযায়ী ফিরে যায়...


Previous Post Next Post