ফেরা
বহুদিন পরে যারা ঘরে ফেরে
সকলে কি ঘরেতেই ফেরে?
ফাটা দেওয়ালে শ্যাওলা ও শেকড়েতে
স্যাঁতসেঁতে মাখামাখি মধু ডাকনাম
আড়ি-ভাব, জামরুল পেয়ারার ঘ্রাণ,
ঘুড়ি সুতো, কানামাছি, হাডু-ডু-ডু খেলা
সকলে কি ঘরেতেই ফেরে?
অথবা, উঠোনে প্রতিদিন মুখোমুখি
মায়েডের ডাক, আলপনা, লালপাড়—
প্রতিবেশী কিশোরীর কাঁপা ভালবাসা
সকলে কি ঘরেতেই ফেরে?
বহুদিন পরে কোন কোন চিঠি আসে
মনে হয়, ওরা শুধু ঘরেতেই ফেরে।
Tags:
কবিতা