কোয়েলী ঘোষ

koyeli


পরিযায়ী



               ।

আস্তে আস্তে ছোট হয়ে আসে দিন ,
দীর্ঘ হয় রাত ,
তোমার আমার নৈকট্য বাড়ে 
গাঢ় চুম্বনে ।

শীত আসে রুক্ষভুমিতে ,
হিমেল হাওয়ায় ।
ঝিঁঝিঁ পোকার ডাক ।
তুমিও কি এসেছ 
পরিযায়ী পাখীর মতো ?

উড়ে উড়ে বিস্তীর্ণ জনপদ পেরিয়ে -
সুদূর কোন প্রান্ত  থেকে ?
এনেছ মেঘের খবর ?

তোমার উষ্ণ হাতের ছোঁয়ায় 
ঘুম ভাঙবে কুসুমকলিকার ।
দিকচক্রবালে সূর্যের অস্তরাগে 
সে যখন পড়বে ঘুমিয়ে ,
তুমিও ফিরে যেও সেই বরফের দেশে ।

Previous Post Next Post