ভাল থেকো শ্রাবণ
আজ সন্ধ্যেটা চলো একসাথে হাঁটি, শেষবারের মতো , সেই আগের মতো?
দ্রুত নেমে আসা শীতের সন্ধ্যায়, পড়ে থাকা ঝড়া পাতা দু'পায়ে মাড়িয়ে,
সাক্ষী থেকে যাওয়া বনবীথিকে দু'পাশে রেখে, চল না, হাঁটি -
কয়েকটা পা একসাথে?
জানি, না পাওয়ার ক্ষোভ ছাড়িয়ে যাবে পাওয়ার আনন্দকে।
অস্তাচলগামী রবি শেষবেলায় চাইবে আবারও রঙীন করতে - তোমাকে।
ক্রমশ শীতল হয়ে আসা উষ্ণ করস্পর্শে হয়ত বা ছুঁতে চাইবে আমার না কামানো গাল,
আগের মতো।
সান্তনা দিতেই যে তোমার আজ আসা, সে তো আমি আগেই জানি।
কিন্তু বিশ্বাস কর, আজ আর বলব না - "আরও একটু থেকে যাও।"
আজ আমরা কেউই কিছু বলব না। বরং স্পর্ধিত বিশ্বাসে শুরু করব,
আমার পরাবাস্তবের নতুন অঙ্গীকার ...
পিছনে না তাকিয়ে ফিরে যেও শেষবারের মত,
ভালো থেকো শ্রাবণ ...
Tags:
কবিতা