বারণ
বারণ কিছু কোনটাতেই নেই
বেখেয়ালের খেয়ালবশে কত
ভাবনা থাকে আপন মনেতেই
তার চেয়ে বল বেশ তো চুপ চাপ
উদোর পিন্ডি ভুদোর ঘাড়ে দেই
কথার ঘাড়ে কথা পড়ে না আর
মাথা আছে মুন্ডু কেবল নেই
চোখ নেই মোর অন্ধ বোবা কালা
লক্ষ্য যদিও সব সময়েই রাখি
বাইরে খালি লোক দেখানি চুপ
ভেতর ভেতর প্ল্যান কষতে থাকি
লক্ষ্য যদিও সব সময়েই রাখি
বাইরে খালি লোক দেখানি চুপ
ভেতর ভেতর প্ল্যান কষতে থাকি
আমার নেই মোসাহেবের দল
একলা কলম চলছে ছুটে জোরে
প্রজাবিহীন আমার রাজ্যপাট
কলম ছেড়ে শিং নিয়ে যাই তেড়ে।
Tags:
ছড়া