পরিযায়ী নামটুকু
ডেকে ডেকে যারা চলে গেছে
তারা সব ডাহুক পাখির দল
ডানাতে জুটিয়ে ছিল পরিযায়ী
স্থায়ী হয়নি নিজস্ব দলবদল ,
কারা সব শুনে শুনে বধির শ্রোতা
বেনামেই নামযুক্ত রাজা
পথ তার ফুরিয়ে আবার পথ
নজিরেও নজর দিচ্ছেনা সাজা ।
নামের ন্যাক্কারে সৌন্দর্য শালিন
ফুটে ওঠে আলোয় ছায়ায়
কাঁথায় মোড়া অভাবী আদর
ডাকনামেই নিজেকে চেনায় ;
এবার বিষয় চিনতে বিষয়ী মুখ
তোমাকেই তুমি হতে দেখে
কতসব মনের বিচিত্র কোলাহল
নামের ডাকে নামটাই লেখে ।
সময় পেরিয়ে সাময়িক দলিল
যে যার একান্ত পরিনামে
আমাকেই আমি চিনিয়ে যুগ
থাক বেঁচে থাক পরিযায়ী নামে ।।
Tags:
কবিতা