বলাকা দত্ত

balaka





...সকাল




বেল বাজছে, দৌড়ে পেপারটা অানতে গিয়েও
থমকে দাঁড়ালাম, ছুঁয়ে গেল হিমেল হাওয়া
কমলালেবুর খোসা ছাড়িয়ে একটা একটা করে
টক মিষ্টি কোয়া উপভোগ করার মতই ছিল
সকালের অারকোরা কাগজটা, চোখ বুজে এল
দাদার সাথে কাড়াকাড়ি, ক্রস লেগড্ গাভাসকার
স্টেফির হেয়ারকাট, হলং বাংলোয় বসে
বোরলি মাছ সংক্রান্ত টুকটাক সরস মন্তব্য
ম্যান্ডেলার মৌতাত, স্মিতা না শাবানা
বেস্টসেলার মাধুকরী, লালে লাল ধর্মতলা
কাগজ বন্ধ থাকলে রতনদার দোকানে তৈরী মুচমুচে খবর...

পিছিয়ে পড়ার ভয়ে অনিচ্ছাস্বত্তেও  কাগজটা খুললাম
সাদা কালো বাদামী চামড়ার ভিতর থেকে
বেরিয়ে অাসা রক্তের ছিটে ভরে অাছে প্রতিটি পাতা
ব্যাকগ্রাউন্ড মিউজিকে বাজছে বাই ওয়ান গেট ওয়ান।


ছাপ



নিভে অাসা সূর্যের দিকে হাঁ করা দিগন্তের মাঝে
সমস্ত বিস্ময় নিয়ে অালোময় একটা দিন
নিজেকে সঁপে দিল অাবছা থেকে শূন্য কালোয়
এই অবধারিত মৃত্যুর খবর তার অজানা নয়
তবু কাগুজে বাঘের মত শুষ্ক বেঁচে থাকার
মরিয়া চেষ্টা ক্যালেন্ডারের  কেজো পাতায়।
এভাবেই অালোঅাঁধারির শেষে নিশ্চিন্ত চোখ বোজাকেও
প্রতিযোগিতায় অাহবান করে সন্তানের অাগামী
অার জট পাকাতে থাকে পাপ পুণ্যের সূক্ষ হিসেব


Previous Post Next Post