অরুণিমা চৌধুরী

arunima



শেষচিঠি






তোর সাথে তো হয়নি চুক্তি লেনাদেনা
ভুল বুঝে আজ হারিয়ে গেছিস খুব অচেনা
চাইনি পেতে সন্ধ্যে আঁধার, চাইনি হতে তারার আলো
শুধু জানি বৃষ্টিফোঁটার অঙ্গীকারই প্রাপ্য ছিলো ...

উজাড় করে সব দিয়েছি, সবটুকু প্রেম ও পাগলামি
হারিয়ে গেছিস পথের বাঁকে শূণ্যচোখ,আজ একলা আমি
ভালবাসা মৃত্যু দিবি!আর যদি চাই শ্রাবণ দিন!
হারিয়ে ফেলা ভালবাসা তোর কাছে আজ বৃষ্টি ঋণ।




Previous Post Next Post