দেশান্তরী
এখনো যে কবিতা লিখিনি,
তার কাছে ফিরে আসার কথা ভাবছিলাম---
তোমার শহরের পথ- প্ল্যাকার্ড- অরিগ্যামি ছোঁয়ার কথা...
নদীর পাড়, আমাকে ভালোবাসতে শেখাও
মৃত্যুগন্ধী আঙুল
তোমার ডান গাল ছুঁয়ে
বরাবরের অভ্যেসে চলে যাচ্ছে শীতকালের দিকে---
ওকে ফেরাও,
কবিতার নাভি-উপকূলে ফেরাও
ফিরিয়ে নাও তোমার বিষন্নতায়- বৈভবে...
তুমি ডাকো---
তেমনই তো কথা ছিল!
আমি দেশান্তরী হব না,
তবু উষ্ণতাকামী পাখিদের ঘুম, ডানার জ্যামিতি
আমার খুব প্রিয়।
কমলালেবুর কোয়া'র ভেতর অনুভূতি জমাই---
আমি নিয়মানুবর্তিতা ফোটাতে পারি না কবিতায়,
এই সভ্যতায়
ঋতুমতে ফিরে ফিরে আসতে পারিনা,
তবু, তবু তোমার কাছে এলেই
আমি পিকাসোর পেনসিল---
তুমি ডাকো, ডাকো...
ভীষণ শরীরী শব্দের ফেনা উপচে
তুমি ডাকলেই
বারবার আমি বরফসময় ধরে অভিযোজিত হবো।
Tags:
কবিতা