আগন্তুক






পাঁচালি 




আমার বাড়ি উল্টো দিকে ছিলো
আমার বাড়ি আছে উল্টো দিকে
এদিক ওদিক সামলে চলছিলো
আমার বাড়ি তলিয়ে গেছে বাঁকে

দুপাড় থেকে জমা মানুষ গরু
গোয়াল ভরা ধান গিয়েছে পুড়ে
কাঁটা তারের প্রথম খুঁটি শুরু
সুরয্য এখন শুধু পদ্মা জুড়ে

জমি-জমা-যৌনতা সব অতীত
জল-জঙ্গল ভরা দিনলিপি
ওপারে ফেলে এসেছি কিছু ছবি
ওপাড়ে পড়ে শীতের ফুল কপি

আমার বাড়ি উল্টো দিকে এখন
এখন আমায় বাস্তুহারা বলে
আমার বাড়ি-নদী-ছোটোবেলা
ওপাড়ে পড়ে.. ভাগ হয়েছে বলে।


Previous Post Next Post