প্রত্যাশার হ্যাঙওভার
একদিন প্রত্যাশারও হ্যাঙওভার আসে
তখন রকেট ক্যাপসুলই বলো
আর জাপানি তেল বলো
কেউ খাট ভাঙ্গে না,
প্রেমটা ফসিল প্লাসটারের
মতো ঝরে পড়ে
গুমোট ভাঁপ আর
সমুদ্রস্বাদ নিয়ে বুকে;
সিন্ধুঘোটকই বলো --ডলফিনই বলো
সব হারিয়ে, প্রবাল প্রাচীর
স্তরে স্তরে জমে--
পাহাড়--নিশ্চল নিশ্চল
ওই রাহি--সাহিল--নাউ
না, স্রোতের কোলাহল
কেউ ধরে না হাত;
আবাদ দিল বরবাদ
ডিপ্রেশন নিয়ে বাঁচা,
শুধু স্রোত আর--
ধূ ধূ বালুতট;
Tags:
কবিতা