অনিরুদ্ধ দাস

aniruddha







প্রত্যাশার হ্যাঙওভার





একদিন প্রত্যাশারও হ্যাঙওভার আসে
তখন রকেট ক্যাপসুলই বলো
আর জাপানি তেল বলো
কেউ খাট ভাঙ্গে না,
প্রেমটা ফসিল প্লাসটারের
মতো ঝরে পড়ে
গুমোট ভাঁপ আর
সমুদ্রস্বাদ নিয়ে বুকে;

সিন্ধুঘোটকই বলো --ডলফিনই বলো
সব হারিয়ে, প্রবাল প্রাচীর
স্তরে স্তরে জমে--
পাহাড়--নিশ্চল নিশ্চল

ওই রাহি--সাহিল--নাউ
না, স্রোতের কোলাহল
কেউ ধরে না হাত;

আবাদ দিল বরবাদ
ডিপ্রেশন নিয়ে বাঁচা,
শুধু স্রোত আর--
ধূ ধূ বালুতট;




Previous Post Next Post