নাচতে নয় বাঁচতে
কুয়াশার চাদর, খেজুরের রস, শীতের সব্জি, দাদীর হাতের পিঠা, মায়ের আদর, গরম কাঁথা অসহ্য লাগে -
আমি যে বিকারগ্রস্ত !
এখন বৃষ্টি এলে কবিতা লিখা হয়না,
ছবি আঁকি নোংরা কাদার,
ভরা জোসনায় চাঁদ দেখিনা ,
অপেক্ষাও করিনা পাশাপাশি হাটার,
চাঁদের আলোয় দেখতে চাই
কম পোশাকের সস্তা মামু ...
কদম ,হাসনাহেনা ,কামিনী ফুলের সুগন্ধ এখন ভীষন অচেনা,
রাখাল আর বাজায়না বাঁশি,
দুরের গায়ে ...
এখন আর ভাটিয়ালীতে ভরেনা মন
ছুটে যাই, কম আলোর দেশে -
নাচি, বাবা, ছেলে, মেয়েতে,
অসুবিধা নেই -
সবাই রাজা নিজ রাজত্বে !
তবু ঝড়ে পরে পালক -
কাঠগড়ায় দেখা হয় ঐশীদের সাথে -,
নাচতে নয় বাঁচতে,
অথবা ফাঁশির দড়িতে ঝুলতে।।
Tags:
কবিতা