সুপ্রিয়া চক্রবর্তী

supriya



আলো ওগো 

সূর্য্য নাকি চন্দ্রকলা 
কোনটাকে  চাস তুই ?
দিনের আলো স্বচ্ছতোয়া
চন্দ্রালোকে জুঁই ?

আলোয় আলো বিশ্বভরা 
প্রাণের মণিহার ,
কণ্ঠভরা আলোক গীতি
মুক্ত  কারাগার  ।।

রবি-আলো লগ্নে ঊষা  
শীতল  করে  গা, 
দগ্ধ দুপুর আলো  ছড়ায়  
মায়া  ছড়ায়  না  ।।

নীরব রাতের তারার আলো 
ইন্দ্রজালের  মায়া  ,
ভরিয়ে  দিতে  ভুবনখানি
টানে আলোচ্ছায়া ।।

এমনি করে আলো আঁধার
আপনি  আসে যায়  ,
আঁধা- আলোক সমুদ্দুরে
জীবন তরী বায় ।।


Previous Post Next Post