ততটা সহজ তুমি নও
তোমাকে যতটা সহজ ভাবি
ততটা সহজ তুমি নও ।
মেঘ রঙের আবির উড়িয়ে
লুকানোর চেষ্টা করো সমস্ত মিথ্যের প্রকাশ ।
আমিও ভালবাসি মরীচিকা ,
তুমিতো মরীচিকা নও ?
দেখেছি , অর্কুটে এখন আর
সাড়া পাওয়া যায় না ।
বৃষ্টিকে তুমি ভয় পাও –
এই কথা বলেছিলে একদিন ।
সবাইতো ভালবাসে , তবে তুমি কেন নও ?
আমার শ্বাসের ভাষা বাংলা ,
তোমারতো জানা আছে !
তবে কেন মাঝে মাঝে
অচেনা ভাষায় কথা বলো ।
সত্যি ! তোমাকে যতটা সহজ ভাবি
ততটা সহজ তুমি নও ।
Tags:
কবিতা