মাঙ্গলিক

শুধু একমুঠো ছাই
শেষ নির্বাণ
তবুও পঞ্চভূতের শরীরে
এত কলরোল;
আগুনে, ঘামে
চাঁদের আলোয়, শীৎকারে
রজনীগন্ধার গন্ধে, মন্থনে
মিলনের স্মৃতিতে...
মঙ্গলঘট পূর্ণ হবে
অনির্বাণ বেঁচে থাকার এই যজ্ঞশালায়।
জীবনে ক্রমান্বয়ে

জীবন বহতা নদী
একটি আত্মসমীক্ষার শেষে
অনেক ধ্বাংসাবশেষ... ছিন্নতার...
অকালবোধন আর বিসর্জন
জীবন একটি পোড়া দাগ।
জন্ম জন্মান্তরের বিবর্তনের শেষে
জীবন জুড়ে উড়ু উড়ু
শুধু দুটি পাখা,
মেঘ আর রোদ্দুরে
কিছু চেনা-অচেনা মুখের রূপরেখা।
Tags:
একক কবিতা