ক্লাস টুয়েলভের টেস্ট পরীক্ষা চলছে। স্কুলটি কোএড । ঋতুপর্ণাকে ছোটবেলা থেকেই দারুণ ভালোলাগে সবুজের । ওরা দুজনা ওই স্কুলেই পড়ে। সবুজ ক্লাসের ফাস্ট বয়। কিন্তু ওর বুক ফাটে তো মুখ ফোটে না। সাহস করে ঋতুর চোখে চোখ রেখে সেকথা বলার ক্ষমতা নেই সবুজের। ঋতুর চোখের ইশারাতে কিছুটা বুঝতেও পারে সবুজ। তাই সবুজের একবুক জোড়া রোমান্টিক 'ঋতু' বসন্ত।
সেদিন টেস্ট পরীক্ষা শেষ হতেই সবুজের দিকে এগিয়ে আসে ঋতু। পরনে সবুজ- সাদা স্কুল শাড়ি, মুখে একটা প্রাণোচ্ছল হাসি। ঋতু বলে, সবুজ আজ তোর জন্মদিন,আমি জানি...হ্যাপি বার্থ ডে টু ইউ বন্ধু... এই কলম টি রাখ। আমার তরফে ছোট্ট উপহার...
সবুজ লজ্জায় লাল... কলম তো নয় যেন দুটো পাখা দিয়েছে ঋতু... খাওয়া নাওয়া ভুলে সবুজ এখন সেই পাখায় উড়ছে... ভালবাসার নীল আকাশে...
পরীক্ষা দিয়ে বাড়ি ফিরে কোনকিছুতেই মন বসাতে পারে না সবুজ । একলা ঘরে পড়ছি অজুহাতে দরজা বন্ধ করে খালি পেনটিকে দেখতে থাকে সে । রাতে ঘুমও আসছে না ওর । শুধু এপাশ-ওপাশ করতে করতে মনে পড়ে ঋতু ...জন্মদিনের শুভেচ্ছা ...আর পেনটি...।
হঠাৎ কি মনে হল , মধ্যরাতে উঠে কলমটির প্যাঁচ খুলতে গেল সবুজ। আর রিফিল বার করতেই, শিহরিত ওর সারা শরীর। ডট পেনটির মোটা রিফিলের গায়ে জড়ানো একটি ছোট্ট কাগজের চিরকুট। ঋতুর হাতের লেখা। সেই চিরকুটে লেখা "সবুজ, তুই একটা আস্ত বুদ্ধু, গাধা কোথাকার ! ভীরু ! অনেক প্রতীক্ষায় ছিলাম তোর মুখ থেকে শুনবো বলে। কিন্তু সাহস করে বলিস নি। নে, তাই আমিই বলে দিলাম..."
Tags:
গল্প