
তোমরা আছো বলেই
তোমরা আছো বলেই
নয়নে নয়ন খোঁজে
নয়ন সুন্দর বুঝে
নরম ঠোঁট কম্পিত হয়
মিষ্টি হাসির হয় জয়
তোমরা আছো বলেই
হৃদয় নেচে উঠে
সুন্দর ভাষা ফুটে
হৃদয়ে হৃদয় রাখে
সোনালী স্বপ্ন দেখে
তোমরা আছো বলেই
কলমের কালিতে ভাষার ফুল ফুটে
লুকানো প্রতিভা জেগে উঠে
পৃথিবীটাকে লাগে এত সুন্দর
সতেজ হয় মন ও অন্তর
তোমরা আছো বলেই
চলার পথ হয় উজ্জ্বল আলোকিত
হয় সবখানে রঙ্গিন ও সজ্জিত
ভুলে যায় দুঃখ বেদনা কষ্ট
সামনে এগুতে হয়না পথভ্রষ্ট
তোমরা আছো বলেই
সাদা কাগজে ভরে যায় ছন্দে
ভালোবাসা ঢুকে যায় রন্ধ্রে রন্ধ্রে
টক ঝাল তিতো হয়ে যায় মিষ্টি
হয়ে যায় সবার সুন্দর জীবনের সৃষ্টি।
Tags:
ছড়া