নেই আগের সম্মান
সবার হাতে মোবাইল ফোন
কতো গান তাতে
এয়ার ফোন কানে দিয়ে
শুনে দিনে রাতে
পপ গান রক গান
এগুলির আছে মান
শহুরে মোবাইলগুলি গ্রামে এসে
তা ছড়িয়ে যান
রাগ করেছে পাখিরা সব
আর গাইবেনা গান
তাদের গানের নেই দাম
নেই আগের সম্মান ।
হৃদয়ের নীড়ে রেখেছি তাকে
সবুজের মাঝে লাল বৃত্ত
কি সুন্দর ভাই
বিশ্ব মাঝে হাওয়ায় উড়ে
এর তুলনা নাই
এরই ছায়ায় করছি বাস
মায়া মমতায় ঢাকা
দুঃখ কষ্ট যা-ই থাকুক
সুখের আলপনায় আঁকা
হৃদয় আমার শান্তি পায়
লাল সবুজ দেখে
হৃদয়ের নীড়ে রেখেছি তাকে
স্নেহ আদর মেখে ।