ওয়ার্কিং ওমেন
শহরের মাঝামাঝি সরু এক গলি,রাত গভীরে-
চব্বিশ নম্বর ঘরটায় চৌকির এককোণে,
গুমোট তোশক আর উগ্র সুগন্ধীর গন্ধ যেখানে কোলাকুলি করে,
বুকের কাপড় সরে যায়,খিদে মেটে-ঘুম নামে শিশুটির চোখে।
রাত আরও নীল হয়,শূন্য ওয়াটের নীলবাতির আলোয়...
চব্বিশ নম্বর ঘরটায় দামী বুটের গন্ধ ছুটে আসে!
আবারও সরে যায় বুকের কাপড়,খিদে মেটে কামনার,
রাতভর অন ডিউটি!
ভোর বেলা ঘুম চোখ টাকা গুনে নেয়।
চব্বিশ নম্বর ঘরটায় এখন দিন,মা আর শিশুটির হাসিখুশি সংসার।
Tags:
কবিতা