ওরা
তোমার পেটে সুগন্ধি ভাত
দুচোখে মখমলি স্বপ্ন
নুন আনতে ওদের পান্তা ফুরোয়
অনাহারে শিশু রুগ্ন !
সেবার নামে দুর্নীতি করো
রাজনীতি ধর্মে , মাংসে ...
গরু ছাগলের তফাত ওরা কি বুঝবে
গুজরান শাকে ও শামুকে !
লজ্জা

আমি নাকি লজ্জা বেচে খাই !
এমনটাই শুনি আকছার ...
বলতে পারো , লজ্জাগুলো কেনে কারা ?
লজ্জা নিয়ে খেলেই বা কারা ?
লজ্জা আমার পরম্পরা
জন্ম সূত্রেই পাওয়া ...
তোমায় আমি জন্ম দিলেও
শুধু হয় নি 'লজ্জা' দেওয়া !
বিসর্জন

কাঠের ওপর খড়
খড়ের ওপর মাটি
তার ওপরে রঙ চড়িয়ে
ঠাকুর দালানের দূর্গামা টি !
হাড়ের ওপর মাস
শ্যাম বর্ণা চামড়ী
নতুন শাড়ি , কাজল , টিপে
ও পাড়ার দূর্গা বাউরী !
মণ্ডপ জুড়ে আলোক সজ্জা
মণ্ডা , মিঠাই , খই ...
ঢাকের তালে, ধুনুচি নাচে
মানুষের হইচই !
দূর্গার আজ মালা বদল
সিঁথিতে রাঙা সিঁদুর
সাত পাকে পড়ছে বাঁধা
পালকি চড়ে শ্বশুর ঘর !
বিজয়া দশমীর বিদায় বেলায়
এয়ো স্ত্রীর সিঁদুর খেলায়
মা চলেছেন নদীর ঘাটে
বিসর্জনের বাজনা বাজে !
কালশিটে দাগ শরীর জুড়ে
পণের টাকা মেটায় নি বলে
অভাগী দূর্গা চিতায় জ্বলে
অস্থি বিসর্জন গঙ্গার জলে !
নেশা

আমি তো চুম্বন চাইনি
চেয়েছি নিবিড় আলিঙ্গন ...
নিকোটিনের গন্ধে আমার গা গুলোয়
অ্যালকোহলের দুর্গন্ধে মাথা ধরে ...
তোমার শরীরের ঘ্রাণে আমার নেশা হয় ,
কেমন কর্পূর হয়ে যাই আমি ...
ক্লান্তি আর বিষন্নতাগুলো নিমেষেই উবে যায়
আর ভালোবাসার আগুনে জ্বলতে জ্বলতে আমি নিঃশেষ হয়ে যাই ...!
সীমারেখা

বৃত্তের সীমানায় কেন্দ্রের জীবন !
জীবন চক্রের স্তরে স্তরে সাজানো অসংখ্য সীমারেখা
অনুশাসনের, যত্নের, অধিকারের, ভালবাসার ...
প্রথম সেদিন বাড়ির সীমানা অতিক্রম করে
কিশোরী স্কুলের প্রাঙ্গনে , পিতার হাত ধরে ...
তারপর এক এক করে বহু গণ্ডী...
কলেজ, ইউনিভার্সিটি, অফিসের ...
কুমারী থেকে ঋতুমতী ,পরিপূর্ণ নারী বয়সের সীমারেখা পার করতে করতে
একদিন পরিচয়ের গণ্ডী পেরিয়ে সোজা শ্বশুরঘরে, স্বামীর হাত ধরে ।
রাতের অন্ধকারে দুটি শরীরের চুক্তিবদ্ধ সীমা পারাপার হতেই
একেবারে মাতৃত্বের মুখোমুখি !
প্রয়োজনের তাগিদে , প্রতিশ্রুতির হাত ধরে
দায়িত্ব ও কর্তব্যেরা উড়ান ভরে ...
গ্রাম থেকে শহর , নগর , রাজ্য , দেশ , বিদেশে...
পরাধীনতার ছকে চু-কিতকিত খেলে স্বাধীনতা !
দাগের বাইরে পা রাখতেই , তসলিমারা নির্বাসিতা !
আমার চির গুটিপোকা জীবন, ভালবাসার রেশমি সুতোই বাঁধা ...
সাহসের ডানায় ভর করে যেদিন ক্লান্ত শুঁয়োপোকা রঙিন প্রজাপতি হবে
সেদিন সে অনায়াসে লঙ্ঘন করবে সমাজের বিবিধ বেড়াজাল ...
ভুলে যেও না , সহ্য ও ধৈর্যেরও সীমারেখা থাকে !
Tags:
একক কবিতা