প্রণব বসুরায়

pranab









সামাল



মাছের চোখেও অন্ধকার নেমে আসে,
সে এক ঘোলাটে সময়
আদিম মসৃণ কিছু কথা ঘুরপাক খায়
রাস্তার মোড়ে, মানুষের দোরে

কী রকম জলছবি চাও, জানি না আমি
তুমি নাকি পাঠিয়েছো ক্যুরিয়ার মাধ্যমে
সে খাম এখনও আসেনি--
ঠিকানায় ভুল ছিল কিছু?
আছে বুঝি তোমার ইচ্ছায় !

বজ্র ও বিদুৎসহ খুব নাকি বৃষ্টি হবে আজ
'সামাল, সামাল' রব উঠেছে মাঝি-মাল্লায়




Previous Post Next Post