উপসর্গ
-
আরো কিছু স্মৃতি এঁকে দিলে
কারুকার্যখচিত বুকে, আরো কিছু
জমিয়ে দিলে ভাব। আরো কিছু
ছন্দময় কবিতার উপমা, উপসর্গ!
বুকের ভিতর লাফিয়ে ওঠছে ঢেউ...
অন্তহীন। দিনে দিনে আমি জড়ো
করছি স্বপ্ন ; চেতনার বীজ।
ঘরময়. ছড়িয়ে পড়ছে রোদ,আলোঝলমল ;
আমার চোখে ধরা পড়ছে ক্রমাগত
তোমার কাজল কালো দুটি চোখ,
হেমন্তের সোনালি বিকেল!
Tags:
কবিতা