মৌসুমী মিত্র বৈদ্য

moushumi




শিশুদিবসের গান 



আমার শৈশব সিলেবাস
আমি টানতে পারি না শ্বাস ৷
আমি বাধ্য গৃহবন্দী
সমাজ এঁটে যায় যত ফন্দি ৷
আমার পিঠেতে বইয়ের বোঝা
পথ চলতে পারি না সোজা ৷
আমি কষি সিঁড়িভাঙা আঁক
মনে স্বপ্নের শুনি ডাক ৷

আমি ভাবী এক সৈনিক
আমি অভাবী শিশুশ্রমিক ৷
আমি বাধ্য স্কুলছুট
রোজ শৈশব হয় লুঠ ৷
আমার মাথায় কাজের বোঝা
টলে শরীর চলতে সোজা ৷
আমি দিন আনি দিন খাই
তবু স্বপ্ন দেখে যাই ৷

আমাদের স্বপ্ন নীল আকাশ
আমাদের বন্ধু সবুজ ঘাস ৷
আমাদের ডাকছে ঘাসফড়িং
আমাদের ইচ্ছে বাঁধনহীন ৷
আমাদের মনের ভেতর নাচছে কেবল
উথাল-পাথাল ঢেউ
আমাদের শৈশবটাকে শৃঙ্খলে বেঁধে
রেখো না তোমরা কেউ ৷

আমরা চড়ুই পাখির দল
আমরা ঝরণা ছলাৎ ছল ৷
আকাশের নীল ডানায় ভরে
ছুটব সবুজ প্রান্তরে
আমরা চড়ুই পাখির দল
চল চল , ফুড়ুৎ লাগাই চল ৷৷



Previous Post Next Post