ফারহানা খানম

farhana



অদ্ভুত নিবিড়তায় স্তন্ধ সুখ 




সুখগুলো অদ্ভুত নিবিড়তায় স্তন্ধ
ফ্রেমে বন্ধী ছবির মতো ধ্রুব
ঠিক দুর্দান্ত তরুণের মনে যেভাবে থাকে
কিশোরীর ভীত দৃষ্টি আর বিহ্বলতায়
স্বেদ মোছা ভুলভাল তাকানো চিরকাল।

কাশবন ঝরা শিশিরের ক্ষোভ নিয়ে
উল্কি আঁকে ঘাসে

কি লাভ মুছেইতো যায়, মানুষও কি পারে?
তাই বন্য প্রজাপতির ডানায় ডানায় স্বপ্ন
গেরস্থালী উনুনে ভালবাসার উৎসব

এখানে উষ্ণতা আর দাহ নির্মান করে বর্নিল আশ্রম
তখনই লাউ এর মাচানে এলানো আলোয়
গিরগিটি লজ্জায় লুকায় মুখ
রঙ বদলের খেলায় নিজের অদক্ষতায়।




Previous Post Next Post