এমন কি হতো !
তোমার সাদা কাগজের দেহে
আমার ফাউনটেন পেনের কবিতাটা
একেবারে সেকেলে নয়!
আলতামাখা সিঁদূরের গোপোনীয়তা
বেদেশী সেন্টের সেনসেশন সুবাসে নগ্নতা
ভালোবাসার ক্যানভাসে অপরূপ সুনীল আকাশ।
বাগানের অনেক ফুলের মাঝে
তোমার আকর্ষণ বারবার, আমার কাছে অশালীন নয়
মাঝে মাঝে প্রচন্ড কষ্ট হয়; বুঝি
তবু নিংড়ে নিতে পারো হৃদয়
নিংড়ে দিতে পারি ভালোবাসা।
যখন আমি তোমায় ডাকবো
তখন হবে আমাদের ভালোবাসার স্বেচ্ছাচারিতা
বুকে উলকি আঁকা চুম্বনে আদিম মাদকতা
স্বপ্নের বারাবারি
নীল আকাশে সাদা মেঘের ভেলা
বাড়িয়ে দিলাম হাত হাতের কাছে;
আমি তো আমারই ছিলাম!
কখন যে তোমার হয়ে গেলাম বুঝতে পারিনি;
কখন যে আমার মৃত্যু হয়ে গেল
ধরে রাখতে পারিনি।
মাঝে মাঝে মনে হয় আমি হিমু হয়ে যাবো
হলুদ পানজাবি পরে, ঘুরে বেড়াবো পথে পথে
তোমাকে খুঁজে নেবো এখানে সেখানে
যেখানে ইচ্ছে সাঁজিয়ে নেবো
সবুজ পাতা ফুলের ফলের রেনুতে রেনুতে
মেঘ বৃষ্টি বাতাস আর ফোঁটায় ফোঁটায়
আমি ভিজে ভিজে একাকার মাধবীলতায়।
একবার অশালীন হলে, এমন কি হতো- বলতে পারো
একটা রাতে বা একটা দুপুরে
এই জনমে এই ভুবণে
একটা সিগারেটের মতো- না হয়, আমার মৃত্যু হতো
তোমার বুকের জমিনে, এই জীবনে।
আমার সব ভালোলাগা
আমার সব ভালোবাসা
প্রজাপতি হয়ে উড়ে যেত দূর থেকে দূরে
তাতে এমন কি হতো।
Tags:
কবিতা