দেবদীপ মৌলিক

debdeep






তোমার জন্য...



তোমার জন্য এক বিকেলে দমকা হাওয়া,,,
কয়েক পশলা প্রাণ ও তাতে থাকতে পারে --
তোমার জন্য ফাগুন স্নানে থমকে যাওয়া,,
বিদ্রোহী রাগ বেজেই চলুক প্রেমের সুরে.....
তোমার জন্য গ্রাম্যপথে মেঠো ধূলো,,
ইচ্ছেগুলো হঠাৎ করে আকাশ রাঙায়--
তোমার জন্য প্রেমিকগণ আজ ভালোবেসে
শহীদ হলো গোলাপ রেখে ঠোঁটের কোণায়....
তবুও তোমায় উপহার এক জ্যোৎস্না নগর,,
ভালো লাগলে গোপন করে রাখতে পারো--
গদ্য মেখে ছন্দপতন হয়তো কারোর,,
যুদ্ধ ছেড়ে পারলে তুমি
কাব্য গড়ো.........


Previous Post Next Post