দর্শনা বোস

darshana




জ্বালতে যদি পারো



লাল নীল ওই শখের বারুদ
আর কিছুটা চোখের খিদে,
চড়চড়িয়ে চড়ছে পারদ
নেশার গড়ন উলটো সিধে।

রাত বাড়লেই আধখাওয়া সুখ
মিঠে কড়ায় ঝকমকানো,
মোচ্ছবের ওই জ্বলজ্বলে মুখ
শুধুই কি আর সং সাজানো?

আজ যেও না অন্ধকারে,
নিভন্ত ওই চুলার পাশে-
জ্বলন্ত ওই খিদের ঘরে
আতস ফোটে বারোমাসে।

তবুও যদি জ্বালতে পারো
সূর্য-অালো তোমার চোখে,
সেই আলোতেই জ্বলবে কারো
নিভন্ত সুখ,রিক্ত বুকে।



Previous Post Next Post