ঐশী দত্ত

ayshe










ঘুমন্ত শিকারী



তীক্ষ্ন দৃষ্টি ও তীব্র তীরে
যত শিকারী

সেদিন দেখেনি ম্লান বর্ষণ
মাটির শোক
ঘৃণার জঙ্গলে এক, একা দীর্ঘশ্বাস

বাধ্যতামূলক মৃত্যুর নিঃশব্দ সৌন্দর্য
ঠিক কখন ক্ষোভের রহস্য ছড়িয়ে দিয়েছে আকাশে?

তাদের চোখে তুমি, আলো জ্বেলে দাও
দীর্ঘ সময়ের হিংস্রতা ভুলে যদি
বুকে জাগে আদর-তৃষ্ণায়
তবে রেখ মনে

চৈতন্যের গা ছুঁয়ে শিকারী শিখেছে,
বাম চোখ ডান মস্তিষ্কে
ডান চোখ বাম মস্তিষ্কে
সদ্যজাত প্রেম;

ডানায় ডানায় ওড়বে তখন
    পাখিদের জীবন।



রক্তবন্যায় আগামী 


দুলছে ঐ দেখ বিস্ময়
ভেজা মাটি ভেজা চোখ
অসুখী ডানায় ঘর-মন
ভয়ের মেঘের জলে
কোথায় ভাসে কার কী হয়?

শুয়ে আছে যারা পৃথিবীর
গহীন আধাঁর বুকে
অভিযোগহীন শূন্যতায়;

ঘুম না আসা রাতের
ক্রমাগত দুঃখের চিহ্নে
শৃঙ্খলাপরায়ণ-
এত বেশি মধ্যবিত্ত
যাদের আমি বোঝাতে পারি
 না, তোমরা প্রভাতের
আলোয় ছুঁয়ে দেখ আগামী

আগামীর অস্থির
তোমার শহর যে ভাসছে
 আজ রক্তবন্যায়।



আলোকিত শাহবাগ


জেগে ওঠো তদন্তের জানলা
হত্যার অলিগলি পেরিয়ে
সিসি ক্যামেরায় আর দেখ না অস্ত্রের ফ্যাশন,

বিন্যস্ত বিবৃতিতে নৈতিক উন্নতি
আহা ধর্মের মাঠ!
গুরুর আসনে শুয়ে সন্ত্রাস
দিনপঞ্জির নকশায়;
কোন খুনের ধ্যানে বসে অন্ধ বৈঠকখানায়?

রক্তাক্ত পদতলে বোবা সময়
তবু শব্দে শব্দেই প্রাণ
জেগেছে বিশ্বাস জেনেছে মানুষ
কলমের ওপর ওদের কেন এত রাগ?
চিত্‍কার ঘৃণায় ক্ষোভের প্রদীপে আলোকিত আজও
হে শাহবাগ।



Previous Post Next Post