অরুণিমা মন্ডল দাস

arunima













সেই একদিন




সেই একদিন তুমি এসেছিলে
সেই একদিন তুমি বলেছিলে
সেই একদিন তুমি সন্ধ্যার মুখে প্রদীপ জ্বালিয়ে
মনের পিপাসা মেটাতে হৃদয় উজাড় করে দিতে
তুমি এসেছিলে
আজও মনে পড়ে সেই ভীতু চাউনি
নরম আলিঙ্গন
সেই শিউরে উঠা প্রথমবার
তারপর সেইদিন কেটে গেল
এক ঝাঁক বন্দী পায়রা উপর দিয়ে উড়ে গেল

মনে হল ,দুপুরের মেঘ কেটে নির্মল আলো ছড়িয়ে পড়ল আনাচে কানাচে!



Previous Post Next Post