অনু সোম ঘোষ সঞ্জনা


প্রিয় সৌম,
হঠাৎ তোমার চলে যাওয়াটা চাঁদ জানালার প্রেক্ষাপটে বিষন্নতা ছড়িয়ে দিয়ে গেল।  থমকে গেল আমার উজান মুখী স্রোত। পর্দার আড়াল টেনে চাঁদ আঁধারে ভেসে এলো নাটকের তোমার সেই সংলাপ " প্রতিটি রক্ত কণিকা সঞ্চালিত হয়, স্নায়ুতে স্নায়ুতে শিহরণ জাগে,হয়তো এটাই আমার অনুভব শুধু তোমারই জন্যে"...

আমি অবাক হয়ে চেয়ে থাকি পৃথিবীর দিকে। আর পৃথিবীও আমায় দেখে। জানো খুব মনে পরে তোমার মেমসাহেবের কথা। মনে পড়ে মেমসাহেবের কোলে মাথা রেখে বাদাম খাওয়ার সেই পাতা ঝরা বসন্তের বিকেল গুলো।

কি চমৎকার নাটুকে অভিনয় করে বলতে তুমি " তোমায় একটা কালো মেমসাহেব উপহার দেবো, কিন্তু জানো আমার মেমসাহেব কিন্তু কালো নয়।" আমি হেসে বলতাম "তাই বুঝি?"

আজও খুব যত্ন করে নিজের কাছেই রেখেছি তোমার দেওয়া সেই কালো "মেমসাহেব "উপহারটি। সমস্ত অভিমান জমিয়ে রেখেছি " মেমসাহেবে"র পাতায় পাতায়। 

জানো সাহেব রাতের বিষন্ন চাদর যখন আমায় জড়িয়ে ধরে আমি ভালোবাসা খুঁজি কালো মেমসাহেবের হ্লুদ শাড়িতে।  তোমার তো হলুদ রং ভীষণ পছন্দ। জানো, আমার দেওয়ালেরাও তাই হ্লুদ।  জানো সাহেব, তোমার প্রতিটা চলে যাওয়া আঁকতে আমি ধার করে নিই গাছেদের নির্জনতা। উদাসী বাতাসের উন্মত্ততা।

আর দেওয়ালে লিখে রেখেছি " যারা কাছে ছিল তারা কাছে থাক,তারা তো পারে না জানিতে,তাহাদের চেয়ে তুমি কাছে আছো, আমার হৃদয় খানিতে"।


পরিচিতি 



Previous Post Next Post