কোজাগরী
বিকালের পড়ন্ত রোদের মত ফুরিয়ে যাচ্ছে
তোমার আমার লাল গল্প -
অথচ ঝুপ করে নেমে আসা সান্ধ্য হিম
কেমন বিবশ করে দেয় নদীরঙা স্মৃতিস্রোতে ।
এই তো সেদিনের গল্প -
কোজাগরী সন্ধ্যায় সদ্য পাটভাঙা কমলা তাঁতে
আলতায় পা রাঙিয়ে -
দেখো তো আকাশ ! কতদিন পর তোমার সাধের আলতা পরেছি পায়ে .
মুহূর্তে রিনঝিন -
যেন চন্দ্রিমার ঢল কোনও ছোট্ট সংসারে ।
তারপর -
পূর্ণবাসে ,ভক্তিতে আরাধ্য ।
তোমার সমৃদ্ধি ,মঙ্গল কামনায় ।
নাহ !ক্ষণিকে বিবশ
ক্রমশঃ ভেঙে যাচ্ছে সযত্নে আগলে রাখা বাঁধ ।
উপচে যাওয়া জলস্রোতে ঘর ভাঙছে কোনও তিতির পাখির
শূন্য ছাদ জুড়ে খেলা করছে একাকী কোজাগরী ।।
Tags:
কবিতা