আলোশিশু
পেঁজা মেঘে আকাশি শরত শরত
কাশের খোঁজ করে আজো,অপু-দুগ্গার দল
রেল পেরিয়ে,শহুরে ধুলোয় চমক-ধমক !
আশ্বিনের বারো তারিখ,
দেশ-দশ-দেশান্তরে
বুনিপ কোথায় পাবো,বল ?
শপথের জেরে এবার লাটাই হস্তান্তর,আর
সুতো কাটার পালা…
অনেকদিন পর,
আজ আবার মুখোমুখি নিজের সাথে।
ভোরের আজানে-আলো একগোছা প্রশ্ন রেখে গেলো,
যদিও,উত্তর নিরুত্তরই থাকবে…
একথা-সেকথা আর কিছু কুকথা শেষে
আচমকা বড় সাদামাটা হাসির ঠিক আগে
শেষ কিস্তিমাত;
"ভালো আছিস তো ?"
Tags:
কবিতা