আমার পুরুষটি কোথায়?
আনা রোসেত্তি
তোমাকে খুঁজতে গেলে যেমন পাই তেমনটি আর কক্ষনো নয়
আগেই জানা থাকে আমার যে তোমার সাথে দেখা হবে না।
তখন শুধু তোমার সঙ্গে মিলনের জন্য উৎসুক থাকি।
তখন শুধু গাড়ির ধাতুময় জঙ্গল কিংবা
কনভেয়র বেল্টের অরণ্যে, কানায় কানায়
ভর্তি কফির কাপে, চাঁদের গ্লাস উইনডোতে, পার্ক কিংবা
আয়নার গোলকধাঁধায় হারিয়ে যাই আমি, ইয়ে
তোমার মত দেখতে সব কিছুর পেছনে দৌড়োই আমি।
ক্রমাগত তোমাকে অনুসরণ করতে থাকি আমি
পিচ গলে যায় ফিনকি দিয়ে
এটা শার্ট টি শার্ট দিয়ে বাঁধানো চলমান রাস্তা,
তাঁদের রঙের তুলনা করি আকাশী নীল কিংবা সবুজ ম্যালাকাইট পাথরের সঙ্গে
তোমার বুকের ওপরে বোতাম খুলেই দিই আমি।
যদি বিশ্বাস রাখি তোমাকে চিনে ওঠায় আর তোমার সুস্বাদু পীড়নে
আমাকে তা দুর্বল করে দেয়ঃ আমার শরীরময় ত্বক
তোমার নাম করতে থাকে,গোটা শরীর সজাগ, আমার চোখের মণি
গবেষণা করে, মিলিয়ে দেখে কোন পর্যবেক্ষণ, কোন ইঙ্গিত যা তোমার দিকে
আমাকে টেনে নেয়, তোমাকে পরিচিত করায় সেই পরিবেশে যেখানে
তোমার ছবিই রাজত্ব করে আর সেখানে তোমার সঙ্গেই দেখা হয়, স্থাপন করে
তোমাকেই, তোমার কাছে আসে, তোমার উদ্বোধন করে আর
চিরকালের মত তুমি থেকে যাও।
অনুবাদ- জয়া চৌধুরী
Tags:
অনুবাদ