![]() |
পরিচিতি |
এভাবেও বেঁচে থাকা যায়
এভাবেও বেঁচে থাকা যায়
নাক মুলছি
কান মুলছি
মাইরি বলছি
সত্যি সত্যি সত্যি
তিন সত্যি বলছি
এভাবেও দিব্যি বেঁচে থাকা যায় ।
তোমারটা ওধারে
আমারটা এধারে
তোমারটা ওপারে
আমারটা এপারে ।
খণ্ড খণ্ড হয়ে যাক
টুকরো টুকরো হয়ে যাক
কুঁচি কুঁচি হয়ে যাক ।
তোমারটা কবরে যাক
আমারটা চিতায় খাক ।
শরীরটা
মনটা
মিলেমিশে একাকার হয়ে যাক ।।
সুচিন্তিত মতামত দিন