![]() |
~কবি পরিচিতি ~ |
রেজিস্ট্রেশান ফেল
প্রতিদিন কবিতা লিখবো বলে বসে পড়ি
সব্বাই বলে --- সবই অভ্যাস
হাতে ফোন, রাইট মেসেজে কবিতারা স্থান পায়
এবার কবিতার স্তব গাই
এসো দেবী...
পুরানো পয়ার ছন্দে অনভ্যস্ত মন
কবিতাকে পুরো পাকড়াতে পারে না
কারো মাথা, কারো লেজা পাই --- বিড়ালের মত
কবিতা-সাইটে রেজিস্ট্রেশান ফেল
ওরা বলে --- পদ্যে গদ্য মাখো
কয়েকটা দিন রাখো
পাকবে তবে
ছন্দ হ’লে শিশুর পাশে বালিশ রেখে একসাথে ঘুমোবে
আমিতো ভাতই মাখি ছন্দ-ছন্দ গন্ধে
জাল ফেলেছি নব্যতার সঙ্গে ...।
সুচিন্তিত মতামত দিন