![]() |
~ কবি পরিচিতি ~ |
"অস্তরাগ"
শেষ বিকেলের
গলি থেকে বেড়িয়ে -
সোজা রাজপথ;
দুপাশের ব্যস্ত ফুটপাত
তারি মাঝে নেমে অাসে সন্ধ্যা-
গোধূলির অালোয় ফুটে ওঠে
স্মৃতিতে সাজানো ডাইরির পাতা।
কার অপেক্ষায় বটগাছটা অাজও দাঁড়িয়ে..?
ব্যস্ততার মাঝে সেও যে হারিয়ে গেছে-
বেঁচে অাছে শুধু স্মৃতিতে...!!
ভালো অাছো তো তুমি...?
ভালো তোমায় থাকতেই হবে-
সে পথ তুমি নিজেই নিয়েছো বেছে...!!
জানো...
অাজ বড্ড তাড়া...!
কেউ যে অপেক্ষা করছে অামার জন্য।
ভালো থেকো...!
তুমি যে অস্তরাগ শেষ বিকেলের.......!!!
সুচিন্তিত মতামত দিন