![]() |
~ কবি পরিচিতি ~ |
জার্নি
সামুদ্রিক আবদার থেকে সরে এসেছি ....
কোনারক ঢেউ , এত ঢেউই বা কেন ? সারানুনের সারাংশ ।
গোল্ডফিসের ফিসফিস রেডিয়াম ...
ক্লোরোফিল গিলে নিলে মাছ গলে জল হয় বুঝি ? ...
জলপথের আগে কেই বা কবে বাঁটোয়ারা করে গন্তব্যের বটুয়াটি ...
তুমি হে স্বপ্নসন্ধানী , বৃশ্চিকের ক্রোমোজোম খোঁজো ।
নদীহীন সীমাহীন পাড়হীন কড়ি ও কমল ...... শস্যবোল্ডারের গা ...
একা একা পার হচ্ছি সেইসব এমারেল্ড আয়োজন ...
চুম্বকের শব্দে গুঁড়িয়ে যাচ্ছে মেঘলা মোরাম ....
আরামের অ্যামিবা দু ফোঁটা ...
হরঘড়ি ঝরে যাচ্ছে ...
মুনস্টোনের চিবুক , লালার পোখরাজ ...
যৌনতার চারটি অহিংস গোমেদ শিখেছি কেবল ...
ধনুরাশির মাছেরা কেবলি বলছে , সাঁতার কাটো ,
কুচি কুচি করে কাটো সাঁতারের নখ দাঁত পা ।
ভয় করছে খুব ।
ফিসপ্লেটের তেষ্টায় মিশিয়ে দিচ্ছি লিব্রার লিকুইড কার্বন...
বিষ ? বিষ কোথায় ? উত্তাল মেগাসমুদ্রের জুমচূড়া ...
একশো মিটার অপরাধ মেশানো ইউনিফরম উড়িয়ে দিই আকাশে ..
টরসো খুলে দেখি জাহাজের ঊরুভুরু...
ভেসেছি ...
সুচিন্তিত মতামত দিন