![]() |
~ কবি পরিচিতি ~ |
মেঠো ফুল – ২
নিজস্ব মরদ আর তাঁর ঘরে ফেরে নাই
তবু শূণ্যের কাছাকাছি সে অভয়ে দাঁড়ায় ।
মাথার সিঁদুর লবণ জলে
মাটির বলিরেখায় সোহাগ হয়ে ঝড়লে
হাঁড়ির ভীতর খদ বদিয়ে ওঠে চাল ।
উনুনের মুখ বেয়ে নেমে যে পথে
ফোটে আগুন ফুল …
সে পথে মরদের অভাব নাই
সম্বরী তবুও মাকড়সার জালে জড়িয়ে রাখে স্মৃতি ।
চেতন আয়নার দরজা খুলে খুলে দ্যাখে
তাঁর তৃতীয় চোখের তলায় জমে আছে মেঘ ।
কোনো একদিন প্রবল বৃষ্টির মত্ততায় প্রাচীর ভেঙে
পলি জলে গন্ধ ওঠার আগেই
ঝুপ ঝুপ শব্দে চৈত্র কিনে ঘরে ফিরছে
এক নিরুদ্দেশি হাত ।
সেদিনই প্রথম চাল ফোটা শেষ
বাড়া হবে দু’জনের পাত ।
সুচিন্তিত মতামত দিন