![]() |
~ কবি পরিচিতি ~ |
মৃত্যুর গভীরতা
চলে যাওয়া মৃত্যু নিয়ে ভাবিনা
যে মৃত্যু জন্মাবে ভবিষ্যতে
তার কথা ভাবার আগে
বর্তমান মৃত্যুর জন্ম পেরিয়ে
ক্রমেই বড় হয়ে যাই সাহসে।
এই সাহসে জন্ম স্বাধীন
এই সাহসে মৃত্যু স্বাধীন
তবু মৃত্যু ভয় তুমি পাও
আর আমি জন্মে ভয় পাই !
আমাদের এই অমিল দেখে
জন্ম, মৃত্যুকে চুম্বন করে
আমার উপরের ঠোঁট হয়ে
তোমার নিচের ঠোঁটে।
এই চুম্বন বন্ধ করতে হলে
কবার উচ্চারণ করো "ভালোবাসা"
দেখবে ঠোঁট ফাঁক হয়ে
ভ-ল-ব-স ছিটকে পড়েছে
আমার মৃত্যু ঘেঁষে তোমার জন্মে ।
তাহলে তোমার আর দুঃখ কিসের?
মুখ ঘুরিয়ে চেয়ে দেখো
তোমার দুঃখে, কী করে আমি নামছি !
আমার শাদা ভাতে
ঠিক কিসের কষ্ট কথা বলে !
এখন শান্ত হয়ে যাও
যেদিকে ইচ্ছে চলে যাও
আমি চাই,
তোমার গলায় ফুলে থাকা
জিদের বিন্দু বিন্দু ঘাম
"কথপোকথন" হয়ে
তোমার সব "তুমি" জমিয়ে
আমাকে আরো একলা করুক লেখাতে।
তখন.....
আমার লেখা আমি পড়বো
যেভাবে তুমি আমাকে পড়েছিলে
ভালোবাসা জন্মিয়ে।
আর এখন.....
আমার কথা আমি বলবো
যেভাবে অসুস্থ এসে আমাকে বলে
"কিছু হবে না তোর
ঠিক হয়ে যাবি ভালোবাসার মৃত্যুর মত" ।
সুচিন্তিত মতামত দিন