![]() |
~ কবি পরিচিত ~ |
বৃষ্টি এলে
আকাশ ঢাকা কালো মেঘে
বিজলীর হলো সৃষ্টি
গুরুম গুরুম শব্দ করে
নামলো সজোরে বৃষ্টি ।
বৃষ্টির জলে ঢেকে গেলো
রাস্তা ডোবা ঘাট
ডুবে গেলো নিম্ন অঞ্চল
ডুবলো ফসলের মাঠ ।
বৃষ্টি থেকে সৃষ্টি হলো
এদিক ওদিক বন্যা
কোথায় যাবে দরিদ্র পরিবার
নিয়ে ছেলে কন্যা ।
বৃষ্টি এলে মিষ্টি লাগে
আনে ক্ষনিকের সুখ
বৃষ্টি আবার কষ্ট বাড়ায়
আনে বয়ে দু'খ ।
শান্তি সুখে আনন্দ ছাড়াই
চারিদিকে কিট পতংগ
ওদের সাথেই করি বাস
বিষাক্ত দাঁতের কামোড়ে
ডেকে আনে যতো সর্বনাস ।
যাচ্ছে চলে জীবন
ওদের সাথেই করে লড়াই
বেঁচে আছি সবে
শান্তি সুখে আনন্দ ছাড়াই ।
রাখবো স্মৃতিগুলো
হৃদয়ে হৃদয়ে বলবো কথা
শব্দ হবেনা
হৃদয়ের কথা হৃদয়েই রবে
কেহ শুনবেনা
হৃদয়ের মধুর মিষ্টি কথা
করবো বিনিময়
হৃদয় মাঝে হেসে খেলে
কাটাবো সময়
হৃদয়ের ক্যামেরায় তুলবো ছবি
বিশেষ মূহুর্তগুলো
হৃদয়ের কোষের ভাজে ভাজে
রাখবো স্মৃতিগুলো ।
সুচিন্তিত মতামত দিন