![]() |
~ কবি পরিচিতি ~ |
মরশুম
ভুলে যাওয়ার কোন সংজ্ঞা থাকে না,
এটা ভেবে ভেবে
ভুলে যাচ্ছি সব
পূরোণো ঠাট্টা, অবিশ্বাস আর
যাবতীয় কানাঘুষোর মধ্যে
ঢুকে যাচ্ছে জীবন
তবুও নিবিড় করা ছাদ
তবুও খিল দেওয়া দরজা
এমনটা তো হতেই পারে-
মূল্যবৃদ্ধির আঁচ লাগবে না আর
বিয়োনো কথায়
আমাদের
অথচ প্রতিটি নজরই জানে
অ্যাক্সিডেন্ট মানেই
একলা হওয়া শুশ্রষা
মোড়ের
দোকানে
হারুদার চা-
দুটো কে তিনটে...
সুচিন্তিত মতামত দিন